নিজস্ব প্রতিবেদক
Published:2025-07-21 16:58:45 BdST
উত্তরায় বিমান বিধ্বস্ত বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ১৯
রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। এদের বেশিরভাগই শিক্ষার্থী।। আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অর্ধশতাধিক। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে এটি বিধ্বস্ত হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, উত্তরায় দুর্ঘটনায় এ পর্যন্ত ৬০ জন রোগী বার্ন ইনস্টিটিউটে এসেছে। বেশিরভাগ রোগীর শারীরিক অবস্থা গুরুতর। সবার চিকিৎসা চলছে। এছাড়া একজনের মরদেহ সরাসরি হাসপাতালে আনা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট কাজ করছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিদুল ইসলাম বলেন, আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি উত্তরা মাইলস্টোন ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.