অনলাইন ডেস্ক
Published:2025-06-25 19:01:04 BdST
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৫
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৯৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন। এসময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৬ জন ডেঙ্গুরোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৯৯৫ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.