07/18/2025
অনলাইন ডেস্ক | Published: 2025-06-25 19:01:04
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৯৫ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ জন ও সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন। এসময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৬ জন ডেঙ্গুরোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯ হাজার ৬৫ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৯৯৫ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81