December 20, 2025, 7:26 pm


S M Fatin Shadab

Published:
2025-12-20 17:37:45 BdST

প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি : প্রধান উপদেষ্টা


প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, প্রিয় হাদি, তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে। তোমাকে কেউ ভুলে যাবে না। শনিবার (২০ ডিসেম্বর) মানিক মিয়ায় শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজা শুরুর পূর্বে দেওয়া ভাষণে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

আবেগপ্রবণ বক্তব্যে ড. ইউনূস বলেন, ‘প্রিয় হাদি, আমরা তোমাকে ভুলব না। কেউ তোমাকে ভুলবে না। আজ তোমাকে আমরা বিদায় দিতে আসিনি। তুমি যে মন্ত্র রেখে গেছ, সেটাকে ধারণ করে আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার লড়াই চালিয়ে যাব।

তোমার দেখানো পথে সবাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে। কেউ তোমাকে ভুলবে না, বরং তোমার মন্ত্র বয়ে নিয়ে যাবে।

 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.