July 27, 2025, 5:51 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-07-27 14:42:00 BdST

কৃষকের মুখে হাসি ফোটানোর প্রত্যয়েলুমিনাস গ্রুপের বিজ্ঞান ও প্রযুক্তির সাথে অগ্রযাত্রা শুরু


লুমিনাস গ্রুপের মাইলফলক যাত্রা শুরু, কৃষিক্ষেত্রে অভাবনীয় সফলতা এনে দেবে এ যাত্রা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (JUST) সাথে লুমিনাস গ্রুপের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়নের লক্ষ্যে লুমিনাস গ্রুপ ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করবে। এ চুক্তি বাস্তবায়নের ফলে বাংলাদেশে কৃষিখাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তরুণ গবেষকদের আধুনিক বিজ্ঞানমনষ্ক গবেষণা কৃষিক্ষেত্রে বাস্তবিক পরিবর্তন আনবে।
ইতোমধ্যে লুমিনাস গ্রুপ দেশব্যাপী বিষমুক্ত খাদ্য উৎপাদনের প্রত্যয় নিয়ে কাজ করছে। ২০২৬ সালের মধ্যে ১ লাখ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাজ করছে গ্রুপটি।
লুমিনাস গ্রুপের কর্ণধার রাকিব হোসেনের দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাধারা ও কর্মপন্থা ইতোমধ্যে সারাদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে।

নিচে তাদের কয়েকটি প্রকল্প উল্লেখ করা হল:
#Luminous Group tie up Jessore University of Science & Technology
# Fight against Toxic Food
# তরুণ মেধাবী কৃষি উদ্যোক্তা
# কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার

এছাড়াও লুমিনাস গ্রুপ এখন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সহায়তায় এগ্রো সলিউশন ছাড়াও স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য নিয়ে কাজ করছে।

তাদের নতুন পারসোনাল কেয়ার প্রোডাক্টের ফরমুলেশন হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন NAME ল্যাবরেটরিতে যা ISO সনদপ্রাপ্ত ।

এর মধ্যে থাকছে

১ এন্টি এজিং সিরাম
২ এন্টি মেছতা সিরাম
৩ হেয়ার গ্রোথ সিরাম
৪ হোয়াইটেনিং সিরাম
৫ স্কিন টোনার
৬ এন্টি-ড্যানড্রাফ শ্যাম্পু
৭ অনিয়ন হেয়ার অয়েল

এছাড়াও আরও বিভিন্ন আইটেম রয়েছে।
খুব শিগগিরই তারা তাদের সম্মানিত কাস্টমার এবং ডিস্ট্রিবিউটরদের হাতে পৌঁছে দিতে যাচ্ছে এই বিশ্বমানের প্রোডাক্টসমূহ। তাদের বিশ্বাস যারা স্কিনের জন্য এতদিন বিদেশি পণ্য খুঁজতেন তারাই এখন থেকে তাদের পণ্য খুঁজে নিবেন। কারণ তাদের এই পণ্যগুলি বিদেশে রপ্তানি করার উদ্দেশ্যেই ম্যানুফেকচারিং করা হচ্ছে। তাছাড়া ১০০% Money back guarantee ও দিচ্ছে যদি কাজ না হয়!! আপডেট পেতে তাদের পেজে চোখ রাখুন! নতুন কিছু শুরু হচ্ছে আপনার জন্যই।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.