নিজস্ব প্রতিবেদক
Published:2025-12-19 04:06:19 BdST
গভীর শোক প্রকাশহাদীর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির আহ্বান তারেক রহমানের
ইনকিবাল মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, আমি শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তার রুহের মাগফিরাত করেন। তার এই অকাল শহীদি মৃত্যু আবারও মনে করিয়ে দিল- রাজনৈতিক সহিংসতা কত বড় মানবিক মূল্য দাবি করে।
তিনি বলেন, হাদি ছিলেন এক সাহসী রাজনৈতিক কর্মী এবং নির্ভীক কণ্ঠস্বর, যিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাই যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ ধরে রাখা এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় অসাধারণ ভূমিকা রেখেছিলেন।
তিনি আরও বলেন, আমি ওসমান হাদির শোকাহত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাই। একইসঙ্গে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেফতার, শাস্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
তারেক রহমান বলেন, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো ঘটনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে বা আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আঘাত না করে।
এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হয়।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি। ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এই হাসপাতালেই বৃহস্পতিবার রাত ৯:৪৫ মিনিটে মারা যান ইনকিলাব মঞ্চের মূখ্য সংগঠক শরিফ ওসমান হাদি।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
