30655

12/26/2025

টুকু টাঙ্গাইলবাসীর গর্ব

শাহীন আবদুল বারী | Published: 2025-12-25 23:36:24

তারেক রহমানের সংবর্ধনা মঞ্চে ঐতিহাসিক বক্তৃতা দিলেন টাঙ্গাইল জেলার গর্ব এবং অহংকার টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজলুম জননেতা সুলতান সালাউদ্দিন টুকু।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনা সভায় সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য রাখেন। টুকুর গঠনমূলক বক্তব্যে লাখো লাখো মানুষ শ্লোগানে মুখরিত হয়ে উঠে। এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন সংবর্ধনা সভার মধ্যমনি তারেক রহমান।

গণজমায়েতে আসা নেতৃবৃন্দ বলেন, টুকুর পাশে লোহার খুঁটির মত দাঁড়িয়ে থাকেন টাঙ্গাইলের ভূমিপুত্র, তার বড় ভাই পতিত সরকারের আমলে নির্যাতিত ও নিপীড়িত সাবেক এমপি মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু। টুকুকে বট বৃক্ষের মতো তিল তিল করে গড়ে তুলেছেন লৌহমানব বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক তিনবারের এমপি ও সাবেক উপমন্ত্রী টাঙ্গাইল-২ গোপালপুর ভুয়াপুরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুস সালাম পিন্টু।

তিনি মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর শিষ্য ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া রাজনৈতিক দল 'বিএনপি'র প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের একনিষ্ঠ কর্মী হিসেবে রাজনীতি করে আসছেন। সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। টাঙ্গাইল জেলা বিএনপির ভঙ্গুর রাজনীতিকে শক্তিশালী করার পেছনে সবচেয়ে বেশি অবদান এই দুই ভাইয়ের। আগামী দিনেও তাদের বিকল্প নেই।

সারা বাংলাদেশে অসংখ্য নামিদামি নেতাকর্মী থাকা সত্ত্বেও এমন একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ মঞ্চে টাঙ্গাইলের সন্তানকে বক্তৃতার সুযোগ দেওয়ায় তারেক রহমানের প্রতি টাঙ্গাইলবাসী কৃতজ্ঞ। নিঃসন্দেহে এটি টাঙ্গাইলবাসীর জন্য এক বিশাল গর্বের বিষয়ও।

টুকু শুধু একজন নেতা নন, তিনি আপামর জনগণের আত্মসম্মান। তিনি টাঙ্গাইলের নামকে তুলে ধরেছেন জাতীয় রাজনীতির সর্বোচ্চ মঞ্চে।

টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, আমাদের গর্ব হয়, আমরা টাঙ্গাইলের মানুষ। গর্ব হয়, এমন একজন যোগ্য সন্তান আমাদের আছে।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল ৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে এত বৃহৎ আয়োজন অতীতে আর হয়নি। দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করেছেন তারেক রহমান। এই সমাবেশ শুধু দলের জন্য নয়, পুরো দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি আমাদের দলের শক্তি, ঐক্য ও একতার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এই সমাবেশ দেশের রাজনৈতিক পরিবেশে নতুন উদ্দীপনা যোগ করবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব পড়বে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81