30622

12/23/2025

বংশালে ১৪ তলা ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

S M Fatin Shadab | Published: 2025-12-23 16:27:37

পুরান ঢাকার বংশালের আরমানিটোলায় ১৪ তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ছয়টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, হাজী টাওয়ারের ১৪ তলা ভবনের ছয় তালায় আগুন লাগার খবর পেয়ে পর্যায়ক্রমে ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৮ টা ১০মিনিটে  আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। এতে কেউ হতাহত হয়নি।

বাণিজ্যিক ভবনটির উপরে রয়েছে আবাসিক ভবন। ফায়ার সার্ভিস কর্মীরা বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81