12/22/2025
শাহীন আবদুল বারী | Published: 2025-12-21 19:51:44
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী একসঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে তার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়ন ফরম নেন।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলামের কাছ থেকে তারা নিজ নিজ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় তাদের সঙ্গে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক সাতিল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করার পর টুকু সাংবাদিকদের জানান, আচরণবিধি মেনেই আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন তা পালনে সর্বোচ্চ চেষ্টা করব। সকলকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগামীর পথচলা নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন, আল্লাহ পাক যদি সহায় হোন এবং আগামী নির্বাচনে যদি জয়ী হতে পারি তাহলে টাঙ্গাইলবাসীকে সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধভাবে উন্নয়নে কাজ করবো। সেই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৮টি আসনে এই পযন্ত ২৩টি মনোনয়ন ফরম বিতরণ করা করেছে।জেলার ৮টি আসনে মোট ভোটার রয়েছে ৩৩ লাখ ৩৪ হাজার ৩২৫ জন। মোট ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে ১ হাজার ৬৩টি।
তিনি আরও বলেন, আমরা আশাবাদী আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে। সেজন্য আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশনায় দিনরাত কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, বিএনপির মনোনয়ন পেয়ে এবারই প্রথম সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81