29712

10/09/2025

দীর্ঘ ৯ বছর পর শিবচর পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক | Published: 2025-10-09 08:25:48

দীর্ঘ ৯ বছর পর মাদারীপুরের শিবচর পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রস্তাবিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাফর আলী মিয়া ও সদস্য সচিব জাহান্দর আলী জাহান স্বাক্ষরিত দলীয় প্যাডে ২৩ সদস্যবিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে আবুল কালাম আজাদ মল্লিককে আহ্বায়ক এবং শিবচর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন (সেলিম) খানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ত্যাগী ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন— শাহাদাত হোসেন শফিক বেপারী (১ম), ইমতিয়াজ হোসেন চৌধুরী (২য়), মো. হাসান আব্দুল্লাহ (৩য়), ছাইদুজ্জামান নাসিম (৪র্থ), মো. পান্নু গোমস্তা (৫ম), মো. আব্দুল মান্নান খান (৬ষ্ঠ), মান্নান হাওলাদার (৭ম), শাহরিয়ার ফরিদ (৮ম) ও আলমগীর হোসেন খান (৯ম)।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— মস্তফা মোল্লা, দেলোয়ার হোসেন গোমস্তা (দিল), মো. আতাহার হাওলাদার, আব্দুর কুদ্দুস মোল্লা, শহীদ মাতুব্বর, মনিরুল হাসান, মেজবাহ গোমস্তা মাসুম, হারুন অর রশীদ, ইব্রাহিম খান, শিউলী ইসলাম ও নিজাম বেপারী।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, পুরনো কমিটি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারে পুরনো কমিটি বিলুপ্ত করে এই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহলে এই নতুন কমিটিকে কেন্দ্র করে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আলোচনা শুরু হয়েছে। নেতাকর্মীরা আশা করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে শিবচর পৌর বিএনপি আবারও সক্রিয় হয়ে উঠবে।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81